স্কোয়াডকে সাহায্য করতে পেরে ভালো লাগছে: মেসি

|

ছবি: সংগৃহীত

ম্যাচের ৩৪ মিনিটে হয়তো দুনিয়াজোড়া লাখো কোটি মানুষের হাত একই সাথে উঠে গিয়েছিল শূন্যে। দোহার সাথে হয়তো মিলে গিয়েছিল প্যারিস, টোকিওর সাথে প্রাগ, ঢাকার সাথে বুয়েনস আইরেস। সে সময়ই যে দারুণ এক পেনাল্টি কিকে আর্জেন্টিনাকে এগিয়ে নেন লিওনেল মেসি। পুরো ম্যাচেই ছিলেন অপ্রতিরোধ্য। এক গোল এবং এক অ্যাসিস্টে আর্জেন্টিনাকে স্বপ্নের ফাইনালে নিয়ে গিয়ে সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার জানালেন, স্কোয়াডকে সাহায্য করতে পেরে ভালো বোধ করছেন তিনি। খবর দ্য গার্ডিয়ানের।

ম্যাচ শেষ লিওনেল মেসি বলেছেন, দারুণ লাগছে। খুবই ভালো বোধ করছি। প্রতিটি ম্যাচ খেলার জন্যই নিজেকে যথেষ্ট শক্তিশালী মনে হচ্ছে। গত ম্যাচ (কোয়ার্টার ফাইনাল) আমাদের অনেক শক্তিই কেড়ে নিয়েছে। আজ আমরা কিছুটা ক্লান্ত থাকলেও গুরুত্বপূর্ণ জয় অর্জন করতে পেরেছি। আমরা দারুণ খেলেছি, এভাবেই খেলতে চেয়েছি। কারণ, আমরা জানতাম যে বলের দখল খুব বেশি হয়তো রাখতে পারবো না। এটাই জানতাম যে, বলের পিছু ছুটতে হবে আমাদের। তার আমাদের প্রস্তুতিও ভালো ছিল। এই বিশ্বকাপ নিয়ে আমি বেশ সন্তুষ্ট। আরও ভালো লাগছে যে, স্কোয়াডকে সাহায্য করতে পারছি।

মাঠে হ্যামস্ট্রিং স্পর্শ করেছেন বেশ ক’বার। অস্বস্তি নিয়েই খেলছিলেন কিনা, তা এখনও জানা যায়নি। হয়তো জানা যাবেও না। কোপা আমেরিকা ফাইনালেও যে চোট নিয়ে খেলেছেন মেসি, সেটা জানা গেছে অনেক পরে। তবে খেলা দেখে বুঝতে পারা যায়নি কোনো চোট সম্পর্কে। যখন গতি বাড়িয়েছেন, গড়ে দিয়েছেন ব্যবধান। ইস্পাতদৃঢ় স্নায়ুর পরিচয় দিয়ে লিভাকোভিচকে পরাস্ত করেছেন এমন এক পেনাল্টিতে, যা ঠেকানোর সাধ্য হয়তো নেই বিশ্বের কোনো গোলরক্ষকেরই।

মেসি যেভাবে খেললেন তাতে যেন চ্যালেঞ্জ জানিয়ে গেলেন সময়কেও! ৩৫ বছর বয়সী এই ফুটবল বিস্ময়ের ড্রিবলিং, ডিফেন্স চেরা রান কিংবা পাসে ধারাভাষ্যকাররাও বারবার বলতে বাধ্য হলেন, ধন্দে পড়ে যাচ্ছেন তারা! বয়স কি তার জন্য উল্টো দিকে ছুটছে নাকি! সম্ভাব্যতার সকল সীমাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন যিনি ক্যারিয়ার জুড়েই, ক্রোয়াটদের দুর্ভেদ্য ডিফেন্সকে বারবার ভেঙে যেন মদ্রিচদের আবারও দেখালেন, জীবন্ত দৈবের সামনে কতটা অসহায় নশ্বর মানুষ! আর কেবল একধাপের দূরত্ব। সেটি অতিক্রম করতে পারলেই মেসি দেখা পাবেন অমরত্বের। হাত ছোঁয়া দূরত্ব থেকেও তাকে ফিরে আসতে হয়েছিল একবার। এখন দেখার অপেক্ষা, ফুটবল ঈশ্বরের চিত্রনাট্যের শেষ অংশে মেসির ভূমিকা কী হয়।

আরও পড়ুন: মদ্রিচের বিশ্বকাপ যাত্রায় ইতি টানলেন ‘আসল’ এলএমটেন

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply