সোলেদার, বিশ্বজুড়ে পরিচিত লবণের খনির শহর হিসেবে। রুশ আগ্রাসনের কারণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রায় ১২৫ মাইল দীর্ঘ খনিসমৃদ্ধ এই শহরটিকে বিবেচনা করা হয় বাখমুতের প্রবেশদ্বার হিসেবে। আর তাই সামরিকভাবে ইউক্রেনের পূর্বাঞ্চলে নিজেদের অবস্থান শক্তিশালী করার জন্য রুশ বাহিনীর কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে শহরটি।
গেলো কয়েকদিন ধরেই খনির শহর সোলেদার নিয়ন্ত্রণ নিতে মুহুর্মুহু হামলা চালাচ্ছে রুশ বাহিনী। ভূমি থেকে চলছে রকেট আর ক্ষেপণাস্ত্র হামলা। চলছে বিমান অভিযানও। হামলায় রীতিমতো মৃত্যুপূরীতে পরিণত হয়েছে পুরো শহর। রুশ মার্সেনারি গ্রুপ ওয়াগনার এরইমধ্যেই নিয়ন্ত্রণে নিয়েছে শহরের একটি অংশ। খবর রয়টার্সের।
রুশ মুখপাত্র ইগর কোনাশেঙ্কোভ বলেন, সোলেদারের দুই পাশ থেকেই অবরোধ তৈরি করা হয়েছে। সেখানে শত্রু বাহিনীর প্রতিটি অবস্থান লক্ষ্য করে চলছে হামলা। রুশ সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো শহরের প্রতিটি স্থানে স্থানে অভিযান পরিচালনা করছে।
বাখমুত থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত সোলেদার। লবনের খনির এই শহরকে মনে করা হয় বাখমুতের প্রবেশ পথ। তাই বাখমুত এবং ইউক্রেনের পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ নেয়ার জন্য রুশ বাহিনীর কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে শহরটি। এছাড়াও সোলেদারের প্রায় ১২৫ মাইল দীর্ঘ লবনের খনি সামরিক এবং কৌশলগতভাবেও গুরুত্বপূর্ণ রুশ বাহিনীর কাছে।
ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, খুব শিগগিরই বড় ধরনের সুসংবাদ আসবে রাশিয়ার পক্ষ থেকে। সোলেদারে বীরের মতো লড়ছে আমাদের যোদ্ধারা। সেখানে একের পর এক অভিযান চলছে। এবং প্রতিটি অভিযানেই আমরা সফল পেয়েছি।
এদিকে সোলেদার রক্ষায় পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনীয় বাহিনী।
/এমএন
Leave a reply