‘পতাকা উত্তোলন দিবস বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য মাইলফলক’

|

ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য শুধু নয়, সারা বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর জন্যই মাইলফলক। এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বৃহস্পতিবার (২ মার্চ) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় ‘পতাকা উত্তোলন দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, রাষ্ট্রের স্বাধীনতা ও সংগ্রামের ইতিহাসের বাঁকবদলে পতাকা উত্তোলন দিবস অপরিহার্য। জাতির জনকের পরামর্শে তৎকালীন ছাত্রলীগ ও ডাকসুর নেতৃবৃন্দ এই পতাকা উত্তোলনের সঙ্গে জড়িত।

আখতারুজ্জামান বলেন, ২ মার্চের প্রতিফলন ঘটে ৭ মার্চ রেসকোর্স ময়দানে এবং ২৩ মার্চ পাকিস্তান দিবসে। যার মধ্য দিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে বাংলাদেশ। শিক্ষার্থীদের ইতিহাস জানার ওপর গুরুত্বারোপ করেন ঢাবি উপাচার্য।

কখনো কখনো সাম্প্রদায়িক ও পাকিস্তানের অনুচররা ইতিহাস বিকৃতি ঘটিয়ে, দেশের প্রকৃত ইতিহাস জানা থেকে বঞ্চিত করেছিল শিক্ষার্থীদের, এমন মন্তব্যও করেন ড. আখতারুজ্জামান।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply