সৈয়দপুর রেলওয়ে সেতু কারখানা বন্ধ থাকায় নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

|

সৈয়দপুর করেসপন্ডেন্ট:

আগাছায় ঢাকা পড়েছে দেশের একমাত্র সৈয়দপুর রেলওয়ে সেতু কারখানা। দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকায় খোলা আকাশের নিচে মরিচা ধরে নষ্ট হচ্ছে শত শত কোটি টাকার সম্পদ। স্থায়ীভাবে বিকল হচ্ছে আমদানি করা আধুনিক সব মেশিনপত্র।

আসাম-বেঙ্গল রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে ১৮৭০ সালে নীলফামারীর সৈয়দপুরে ১৮ একর জমির ওপর রেলওয়ে সেতু কারখানা স্থাপন করা হয়। ওই সময়ে কর্মরত তিন শতাধিক শ্রমিক-কর্মচারীর পদচারণায় মুখরিত ছিল কারখানাটি। পর্যায়ক্রমে সবাই অবসরে যাওয়ায় উৎপাদন বন্ধ হয়ে যায়। এখন দেখভালের জন্য রয়েছে ৪ জন। জনবলের অভাবে কারখানার দামি-দামি সব মেশিন নষ্ট হয়ে যাচ্ছে। দ্রুত জনবল নিয়োগ করে আবারও কারখানাটি চালুর দাবি স্থানীয়দের।

বাংলাদেশ রেলওয়ের সহকারী প্রকৌশলী জুয়েল মিয়া জানান, ইতোমধ্যে উচ্চ পর্যায়ের টিম সরেজমিন পরিদর্শন করেছে কারখানাটি। আর পুনরায় চালুর উদ্যোগ নেয়া হচ্ছে।

সৈয়দপুরের এই কারখানায় তৈরি যন্ত্রাংশ দিয়ে নির্মাণ করা হয় হার্ডিঞ্জ ব্রীজ, হাওড়া ব্রীজ, তিস্তা ব্রীজসহ বিভিন্ন ব্রীজের গার্ডার ও স্টেশন সেডসহ রেলওয়ের বিভিন্ন স্থাপনা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply