আইসিসির এপ্রিলের সেরা হওয়ার দৌড়ে ফখরের সঙ্গী চ্যাপম্যান-জয়াসুরিয়া

|

ছবি: সংগৃহীত

এপ্রিল মাসের সেরা খেলোয়াড়ের দৌঁড়ে থাকা ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’র সংক্ষিপ্ত তালিকায় তিন ক্রিকেটারের নাম ঘোষণা করেছে আইসিসি। আজ বুধবার (৩ মে) নিজেদের ওয়েবসাইটে মনোনয়ন পাওয়া তিন ক্রিকেটারের তালিকা প্রকাশ করে আইসিসি।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৮৯ রান তাড়ায় ১১৭ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন ফখর। যার ফলে রাওয়ালপিন্ডিতে ৯ বল বাকি থাকতে ৫ উইকেটের জয় পায় পাকিস্তান। পরের ম্যাচে আরও দুর্দান্ত ছিলেন তিনি। ৩৩৭ রান তাড়ায় ১৮০ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন বাঁহাতি এই ওপেনার।

৭ উইকেটের জয়ের দিনে ওয়ানডেতে পাকিস্তানের হয়ে দ্রুততম ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ফখর। যেখানে পেছনে ফেলেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে। ওয়ানডেতে দুই সেঞ্চুরির পাশাপাশি টি-টোয়েন্টিতে ৪৭ রানের ইনিংস খেলেছেন।

এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে দারুণ বোলিং করেছেন জয়াসুরিয়া। আইরিশদের বিপক্ষে ২ টেস্টের ৪ ইনিংসে ১৭ উইকেট নিয়েছেন বাঁহাতি এই স্পিনার। যেখানে প্রথম টেস্টে ১০ আর দ্বিতীয় টেস্টে নিয়েছেন ৭ উইকেট। দ্বিতীয় ইনিংসে স্টার্লিংকে ফিরিয়ে টেস্টে ইনিংস হিসেবে শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে দ্রুততম ও বিশ্ব ক্রিকেটে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ৫০ উইকেট নিয়েছেন জয়াসুরিয়া।

বাঁহাতি স্পিনার ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন মাত্র ৭ টেস্টে। তার চেয়ে কম টেস্টে এমন কীর্তি আছে কেবল চার্লি টার্নারের। ফখর ও জয়াসুরিয়ার সঙ্গে এপ্রিল মাসের সেরা হওয়ার দৌড়ে রয়েছেন চ্যাপম্যান। পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি।

বাবরের দলের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে ৪২ বলে ৭১ রানের ইনিংস খেলেছেন চ্যাপম্যান। পরের ম্যাচে নিউজিল্যান্ডের এই ব্যাটার করেছিলেন ৫৭ বলে ১০৪ রান। পাঁচ ম্যাচের সিরিজে সব মিলিয়ে চ্যাপম্যানের ব্যাট থেকে এসেছিল ২৯০ রান। এমন পারফরম্যান্সে মাস সেরার দৌড়ে রয়েছেন তিনি।

প্রতি মাসেই ক্রিকেটারদের মাসিক পারফরমেন্সের উপর ভিত্তি করে মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত করে আইসিসি।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply