ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় মেঘালয়ের ‘লিভিং রুট ব্রিজ’

|

বিশ্ব ঐতিহ্যের তালিকায় যুক্ত হলো মেঘালয়ের ‘লিভিং রুট ব্রিজ’। মঙ্গলবার (১৩ জুন) এ সম্মাননার বিষয়টি নিশ্চিত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা।

মঙ্গলবার পোস্ট করা এক টুইট বার্তায় তিনি জানান, জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’ এর অস্থায়ী তালিকায় উঠেছে এ সেতুটির নাম। যা, মেঘালয়ের জন্য অনন্য সম্মান বয়ে এনেছে।

স্থানীয়ভাবে ‘জিংকিয়েং জেরি’ নামে পরিচিত ১০০টি প্রাকৃতিক সেতুর সন্ধান মিলেছে মেঘালয়ে। যেগুলোর বেশিরভাগই পূর্ব খাসি এবং পশ্চিমের জয়ন্তিয়া পার্বত্য এলাকার ৭২টি গ্রামে।

মূলত, স্থানীয়রা দিনের পর দিন নদীর পাড়ে লাগানো রাবার ও ডুমুর গাছের নরম শিকড় দিয়ে বানিয়েছেন এই সেতু। সময়ের সাথে প্রসারিত এবং শক্ত-সমর্থ হয়ে ওঠে গাছগুলোর কাণ্ড। পরিণত হয় আস্ত ঝুলন্ত সেতুতে। একেকটি ব্রিজ তৈরি হতে সময় লাগে ১৫ থেকে ২০ বছর।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply