ভেসে গেছে ঘের, নিঃস্ব কক্সবাজারের মাছ চাষীরা

|

চট্টগ্রাম ব্যুরো:

ভয়াবহ বন্যার কবলে পড়ে এখন অনেকটাই নিঃস্ব কক্সবাজারের মাছ চাষীরা। তাদের জীবিকার একমাত্র অবলম্বন প্রায় ২৭ হাজার একর মাছের ঘের ভেসে যাওয়ায় এসব মাছ চাষীদের সামনে এখন অনিশ্চিত ভবিষ্যৎ। এদিকে, ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলেও কোন প্রণোদনা বা বরাদ্দ নেই বলে জানিয়েছে মৎস্য অফিস।

এবারের বন্যার পর কক্সবাজারের নিম্নাঞ্চলের চিত্র এখন অনেকটাই এমন, বিস্তীর্ণ এলাকা যেনো পরিণত হয়েছে ধ্বংসস্তূপে।

বন্যার পানিতে ভেসে গেছে চকরিয়া ও পেকুয়ার ২৭ হাজার একর চিংড়ি ঘেরের মাছ। শুধু মাছের ঘেরই নয়, ভয়াবহ বন্যায় হাজার হাজার একর ফসলি জমি, ও বীজতলা সব শেষ। যা দিয়ে পুরো বছরের জীবন জীবিকা চলতো অনেক পরিবারের। কিন্তু, মৎস্য চাষীদের এমন ব্যাপক ক্ষয়ক্ষতির হিসাব নিরুপণ করলেও, কোনো প্রণোদনা বরাদ্দ নেই।

কক্সবাজারের সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ফারহান তাজিম এ প্রসঙ্গে বলেন, এরকম দুর্যোগ পরবর্তী বরাদ্দ সাধারণত আমাদের কমই থাকে। তারপরও আমরা চেষ্টা করছি যাতে কোনভাবে চাষীদের ক্ষতি পুষিয়ে দেয়া যায়।

আর, চাষীদের ঘুরে দাঁড়াতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম এ প্রসঙ্গে বলেন, দেশের অনেক জায়গায়ই তো ক্ষতিগ্রস্থরা প্রণোদনা পেয়েছেন। আমিও আমার এলাকার চাষীদের ক্ষতিপূরণের দাবি জানাবো।

উল্লেখ্য, সরকারি হিসাব অনুযায়ী এবারের বন্যায় কক্সবাজারে প্রায় ১৬ হাজার হেক্টর ফসলি জমি এবং শত কিলোমিটার সড়ক ও ৪৭ টি ব্রিজ/কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply