ইলেকট্রোম্যাগনেটিক লঞ্চিং সিস্টেমের পরীক্ষা চালালো মার্কিন নৌবাহিনী

|

বিমান উড্ডয়নে অত্যাধুনিক ইলেকট্রোম্যাগনেটিক লঞ্চিং সিস্টেমের পরীক্ষা চালালো মার্কিন রণতরী। বিমানবাহী রণতরী ইউএসএস জন-এফ কেনেডিতে চালানো হয় এই প্রযুক্তির পরীক্ষা। এক প্রতিবেদনে দ্য ডিফেন্স পোস্ট এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, একটি যুদ্ধবিমানের সমান ওজন; এমন গাড়ির মতো কাঠামো নদীতে ছুড়ে ফেলা হয় রণতরী থেকে। যাচাই করা হয় যন্ত্রটি ঠিক মতো কাজ করছে কিনা।

রণতরীর সীমিত রানওয়েতে বিমান ওঠানামার জন্য স্টিম ক্যাটাপাল্ট সিস্টেম ব্যবহৃত হয়ে আসছে যুগ যুগ ধরে। যা কাজ করে অনেকটা গুলতির মতো। এই প্রযুক্তির মাধ্যমে সজোরে বিমানকে ঠেলে দেয়া হয় সামনের দিকে। সেই কাজটাই আরও কার্যকরভাবে করতে স্টিম ক্যাটাপাল্টের বদলে ইলেকট্রোম্যাগনেটিক লঞ্চার ব্যবহার করছে মার্কিন নৌবাহিনী।

এর আগে, ২০১০ সালে বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডে প্রথম ব্যবহার করা হয় এই পদ্ধতি।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply