বিশ্বকাপে বাংলাদেশেরই ভ্রমণঝক্কি সবচেয়ে বেশি

|

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে একের পর এক চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। একদিকে নাজমুল হোসেন শান্ত’র দল ব্যাট হাতে পাড় করছে কঠিন সময় তো অন্যদিকে ভ্রমণ ঝক্কি। চলতি বিশ্বকাপে আয়োজক হিসেবে দুটি যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের নাম থাকলেও কার্যত বিশ্বকাপ হচ্ছে সাতটি দেশে। কারণ উইন্ডিজের ছয়টি ভিন্ন ভিন্ন দেশে রয়েছে ছয়টি ভেন্যু। তাইতো ভ্রমণের বিষয়টি এখন আলোচনার মূল কেন্দ্রে।

বিশ্বকাপে সবচেয়ে বেশি ভ্রমণ করতে হবে বাংলাদেশকে। ডালাস থেকে নিউইয়র্ক এরপর আবার ডালাস হয়ে নিউইয়র্ক ঘুরে কিংসটাউনে শেষ হবে গ্রুপ পর্বের বাংলাদেশের সফর। ডালাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ বৃস্টিতে পণ্ড হওয়ার পর ভারতের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে পা রাখে নিউইয়র্কে। সেখান থেকে আবার শ্রীলঙ্কার সঙ্গে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলতে ডালাসে শান্ত’র দল।।

এরপরের গন্তব্য আবার নিউইয়র্ক। সেখানে তাদের জন্য অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ খেলতে দল যাবে সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে। সব মিলিয়ে বাংলাদেশ ভ্রমণ করবে ৯ হাজার ৯২১ কিলোমিটার। যা গ্রুপ পর্বের অন্য যে কোনো দলের চেয়ে বেশি।

দ্বিতীয় স্থানে থাকা লঙ্কানদের পাড়ি দিতে হবে ৮ হাজার ৯৭ কিলোমিটার। এরপরই আছে নেদারল্যান্ডস। তাদের ভ্রমণ করতে হচ্ছে ৭ হাজার ৩৮০ কিলোমিটার। পিছিয়ে নেই নেপালও। ৪ হাজার ২১৪ কিলোমিটার ভ্রমণ করবে বিশ্বকাপের ডি গ্রুপে থাকা দলটি।

স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্রকে পাড়ি দিতে হবে ৩ হাজার ৯২২ কিলোমিটার। একই ভেন্যুতে তিনটি ম্যাচ খেলতে যাওয়া ভারতকে মাত্র ১ হাজার ৭১৭ কিলোমিটার পথ ভ্রমণ করতে হবে। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ১ হাজার ৭০৯ কিলোমিটার ভ্রমণ করবে। তবে সবচেয়ে কম দূরত্ব পাড়ি দিতে হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। গ্রুপ পর্বের ৪টি ম্যাচ খেলতে বাটলারদের পাড়ি দিতে হবে কেবল ৫০৫ কিলোমিটার।

২০ দলের এই টুর্নামেন্টে ক্রমাগত বাংলাদেশ ৯, ৯২১; শ্রীলঙ্কা ৮,০৯৭; নেদারল্যান্ডস ৭,৩৮০; নেপাল ৪,২১৪; কানাডা ৩,৯২২; যুক্তরাষ্ট্র ৩,৯২২; পাকিস্তান ৩,৯২২; আয়ারল্যান্ড ৩,৪৩৪; দক্ষিণ আফ্রিকা ৩,৩০৬; ভারত ১,৭১৭; ওয়েস্ট ইন্ডিজ ১,৭০৯; আফগানিস্তান ১,৫২১; পাপুয়া নিউগিনি ১,২৪৬; উগান্ডা ১,২৪৬; স্কটল্যান্ড ১,২৪২; অস্ট্রেলিয়া ১,১৯৫; নামিবিয়া ৯২৪; ওমান ৮৯১; নিউজিল্যান্ড ৬২৩; ইংল্যান্ড ৫০৫ কিলোমিটার।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply