ভিকারুননিসার শিক্ষিকা হাসনা হেনার মুক্তি দাবিতে অনশনে শিক্ষার্থীরা

|

শিক্ষিকা হাসনা হেনাকে মুক্তি না দেয়া পর্যন্ত অনশনের ঘোষণা দিয়েছে ভিকারুননিসা স্কুল ও কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা।

সকাল থেকেই স্কুলের সামনে প্ল্যাকার্ড হাতে অবস্থান নেন তারা। দিচ্ছে নানা শ্লোগান। মূলত ভিকারুননিসা স্কুল ও কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করছে। ক্লাস বর্জন করে শিক্ষিকা হাসনা হেনার মুক্তি দাবি করছেন তারা। এ আন্দোলনে যোগ দিয়েছেন বেশ কয়েকজন সাবেক শিক্ষার্থীও। তাদের মূল দাবি, কারাভোগ করতে থাকা শিক্ষিকা হাসনা হেনা’র দ্রুত মুক্তি।

একইসাথে, অরিত্রী আত্মহত্যায় প্ররোচণা দেয়ার অভিযোগে বরখাস্ত হওয়া শিক্ষকদের ব্যপারেও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। স্কুল কর্তৃপক্ষ অবশ্য বলছে, বিক্ষোভের কারণে নিয়মিত ক্লাস ও পরীক্ষায় কোন ব্যাঘাত ঘটছে না।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply