ঢাকা উত্তর সিটির মেয়র নির্বাচনে চলছে নিরুত্তাপ ভোট

|

ঢাকা উত্তর সিটির মেয়র ও দুই সিটির ৩৭ ওয়ার্ডে নতুন প্রতিনিধি নির্বাচনে ভোটগ্রহণ চলছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে ও দুই সিটিতে নবগঠিত ৩৬ ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনের জন্য ভোট দিচ্ছেন ভোটাররা।

তবে প্রথম চার ঘন্টায় অধিকাংশ কেন্দ্রেই ভোটার উপস্থিতি বেশ কম দেখা গেছে। প্রথম দেড় ঘন্টায় অনেক কেন্দ্রে একটিও ভোট পড়েনি। বৈরি আবহাওয়ার কারণেই ভোটার উপস্থিতি কম বলে মনে করছেন ভোট সংশ্লিষ্টরা। তবে আবহাওয়ার উন্নতি ও বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে ভোটারদের উপস্থিতি।

ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে সব ধরণের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। ভোটারদের নিরাপত্তার আইনশৃঙ্খলা বাহিনীকে সর্তক অবস্থায় রাখা হয়েছে। নতুন প্রতিনিধি নির্বাচনে দুই সিটিতে ভোট দিচ্ছেন প্রায় ৩৫ লাখ ভোটার। তবে এই নির্বাচন ঘিরে নতুন ৩৬ ওয়ার্ডের বাসিন্দারা আশায় বুক বাঁধতে শুরু করেছেন। তারা বলছেন নিজ নিজ এলাকার উন্নয়নে অবদান রাখবে নবনির্বাচিত প্রতিনিধি। নতুন এ পর্ষদের মেয়াদ শেষ হবে ২০২০ সালের মে মাসে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply