বাংলাদেশ-ভারত কলকাতা টেস্ট ম্যাচ হতে যাচ্ছে ইতিহাসের ২৩৬৯তম। দিবারাত্রির এটি মাত্র ১২তম টেস্ট! ২০১৫ সালের ২৭ নভেম্বর প্রথম দিনরাতের টেস্ট খেলেছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এরপর প্রায় চার বছরে দিবারাত্রির টেস্ট হয়েছে আর মাত্র দশটি।
একনজরে দেখে নেয়া যাক দিবারাত্রির টেস্টে যত রেকর্ড
সর্বোচ্চ ম্যাচ
অস্ট্রেলিয়া, ৫টি
সর্বোচ্চ জয়
অস্ট্রেলিয়া, ৫টি
সর্বোচ্চ হার ওয়েস্ট
ইন্ডিজ, ৩ ম্যাচে ৩টি
সবচেয়ে বড় ব্যবধানে জয়
ইংল্যান্ড, ইনিংস ও ২০৯ রানে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে
রানের হিসাবে সবচেয়ে ছোট ব্যবধানে জয়
অস্ট্রেলিয়া, ৩৯ রানে পাকিস্তানের বিপক্ষে
উইকেটের হিসাবে সবচেয়ে ছোট ব্যবধানে জয়
অস্ট্রেলিয়া, ৩ উইকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে
ইনিংসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ
পাকিস্তান ৫৭৯/৩ (ডিক্লে.), ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে
ইনিংসে সর্বনিম্ন দলীয় সংগ্রহ
ইংল্যান্ড ৫৮/১০, নিউজিল্যান্ডের বিপক্ষে
সর্বোচ্চ রান
আজহার আলী (পাকিস্তান), ৩ ম্যাচে ৪৫৬
সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস
আজহার আলী (পাকিস্তান), ৩০২* ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে
সর্বোচ্চ সেঞ্চুরি
আসাদ শফিক (পাকিস্তান), ২টি
সর্বোচ্চ ডাক
দেবেন্দ্র বিশু (ওয়েস্ট ইন্ডিজ), মঈন আলি (ইংল্যান্ড) ও ক্রিস পফু (জিম্বাবুয়ে) ২টি করে
সর্বোচ্চ উইকেট
মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), ৫ ম্যাচে ২৬ উইকেট
সেরা বোলিং ফিগার
প্যাট কামিনস (অস্ট্রেলিয়া), ২৩ রানে ৬ উইকেট
সর্বোচ্চ পাঁচ উইকেট
ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড) ও ইয়াসির শাহ (পাকিস্তান), দু’বার করে
সর্বোচ্চ ক্যাচ
কুশাল মেন্ডিস (শ্রীলংকা) ও স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), ১২টি করে
Leave a reply