ঢাকা পলিটেকনিক এলাকায় মাদক নিয়ে ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৭

|

রাজধানীর তেজগাঁওয়ে মাদক নিয়ে বিরোধের জেরে পলিটেকনিকের ছাত্রদের সাথে বহিরাগতদের সংঘর্ষে অন্তত ১৭ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছররা গুলি ছোঁড়া হয় বলে জানিয়েছে পুলিশ।

রাত সাড়ে ৯টার দিকে ঘটা এই ঘটনায় আহতদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অনেকে গুলিবিদ্ধ বলে জানা গেছে।

কী কারণে সংঘর্ষ বাঁধে তা নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। মাদক ব্যবসায় বাধা দেয়া নিয়ে ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীদের সাথে বস্তিবাসীর ধাওয়া পাল্টা হয়েছে বলে দাবি শিক্ষার্থীদের।

অন্যদিকে পুলিশ বলছে বস্তিতে ছাত্ররা মেয়েদের উত্যক্ত করেছে- এমন সংবাদ শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে পৌঁছার প কিছু শিক্ষার্থী পুলিশের উপর হামলা চালায়। তখন পুলিশ আত্মরক্ষার্থে শর্টগানের গুলি ও টিয়ারশেল ছুঁড়ে। এতে ১৭ জন অাহত হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply