পটুয়াখালীর কলাপাড়া উপজেলার তুলাতলী গ্রামে নফেল তালুকদারের বাড়িতে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে জিম্মি করে ১০ লক্ষাধিক টাকা, প্রায় ২০ ভরি স্বর্ণালঙ্কার ও নয়টি মোবাইল সেট নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার মধ্যরাতে সন্ত্রাসীরা ওই বাড়িতে এই লুটপাট চালায়। এতে ক্ষতিগ্রস্ত গৃহকর্তা নফেল তালুকদার অভিযোগ করে বলেন, সন্ত্রাসীদের প্রত্যেকের হাতে পিস্তল, রামদা, চাকু ছিল এবং সন্ত্রাসীরা প্রথমেই সকলের মোবাইল সেট নিয়ে নেয়। ভুক্তভোগী এ ঘটনাকে ডাকাতি বলে দাবি করেছেন।
এদিকে কলাপাড়া থানার ওসি মোঃ মনিরুল ইসলাম জানান, এটি একটি চুরির ঘটনা। এতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
Leave a reply