বিশ্বে ২২ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত, মারা গেছেন ৫৬০

|

গোটা বিশ্বে স্বাস্থ্যসেবা কর্মীরা কর্মক্ষেত্রে এবং কমিউনিটি উভয় জায়গাতেই সংক্রমিত হচ্ছেন। বেশিরভাগ ক্ষেত্রেই তারা আক্রান্ত হচ্ছেন পরিবারের সদস্যদের মাধ্যমে।

এ পর্যন্ত ৫৬০ স্বাস্থ্যকর্মী প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে এরই মধ্যে মারা গেছেন। করোনাভাইরাসে বিশ্বের ৫২ দেশ ও অঞ্চলে ২২ হাজারেরও বেশি স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।

ডব্লিউএইচও জানায়, বুধবার পর্যন্ত তাদের কাছে যে রিপোর্ট এসেছে, সে অনুযায়ী বিশ্বে ২২ হাজার ৭৩ স্বাস্থ্যকর্মী কোভিড-১৯ রোগে বা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ এখনও ডব্লিউএইচওতে সরাসরি স্বাস্থ্যকর্মী আক্রান্তের তথ্য জানানোর কোনো পদ্ধতি নেই।

সংস্থাটি জানায়, প্রাথমিক ফলগুলো দেখাচ্ছে- স্বাস্থ্যসেবা কর্মীরা কর্মক্ষেত্রে ও কমিউনিটি উভয় জায়গাতেই সংক্রমিত হচ্ছেন। বেশিরভাগ ক্ষেত্রেই সংক্রমিতরা আক্রান্ত হচ্ছেন পরিবারের সদস্যদের মাধ্যমে।

সামনের সারির স্বাস্থ্যসেবা কর্মীদের রক্ষার জন্য ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম (পিপিই) যেমন- মাস্ক, চশমা, গ্লাভস ও গাউনের সঠিক ব্যবহারের ওপর জোর দিয়েছে ডব্লিউএইচও।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply