নিজস্ব সমুদ্রসীমা থেকে উত্তোলিত প্রাকৃতিক সম্পদের ওপর অধিকার সমুন্নত রাখতে, কূটনীতি হবে মূল হাতিয়ার। শনিবার, এ হুঁশিয়ারি দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
তেল-গ্যাস উত্তোলনকারী জাহাজ ‘ফেইথ’ সফরে যান প্রেসিডেন্ট। সেখানেই ঘোষণা দেন, কৃষ্ণসাগরে সন্ধান মিলেছে আরও ৮৫ বিলিয়ন কিউবিক মিটার প্রাকৃতিক গ্যাসের।
এরফলে, ‘টুনা-ওয়ান’ সমুদ্রসীমায় প্রাকৃতিক সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়ালো ৪০৫ বিলিয়ন কিউবিক মিটারে। ২০২৩ সাল নাগাদ, নিজস্ব চাহিদা মিটিয়ে প্রাকৃতিক গ্যাস বর্হিবিশ্বে রফতানির ঘোষণাও দিয়েছে আঙ্কারা।
গেলো আগস্টে, তেলবাহী জাহাজ ‘অরুশ রঈস’ মোতায়েন ঘিরে প্রতিবেশী সাইপ্রাস ও গ্রিসের সাথে কোন্দল বাঁধে তুরস্কের। তাই, প্রেসিডেন্টের হুমকি- তুরস্কের অধিকারের ওপর কেউ হস্তক্ষেপ করলে; কূটনৈতিকভাবে পাবে জবাব।
এছাড়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, তুরস্কের সংরক্ষিত এলাকায় প্রাকৃতিক গ্যাসের মোট পরিমাণ বর্তমানে ৪০৫ বিলিয়ন কিউবিক মিটার। কৃষ্ণ ও ভূমধ্যসাগরের নিজস্ব সমুদ্রসীমায় প্রাকৃতিক সম্পদ উত্তোলন করছি। আবারও বলবো- প্রতিবেশীদের ভূখণ্ডের প্রতি তুরস্কের বিন্দুমাত্র আগ্রহ নেই। বরং, নিজ অধিকার এবং সার্বভৌমত্ব বজায়ে কাজ করে যাবো আমরা।
Leave a reply