আবারও মহামারির কেন্দ্রস্থল হয়ে উঠেছে- ইউরোপ। শীতের আগেই করোনাভাইরাসের ‘সেকেন্ড ওয়েভে’র ধাক্কায় জেরবার ইউরোপ। প্রতিদিনই সংক্রমণ শনাক্তের হচ্ছে নিত্যনতুন রেকর্ড। কড়াকড়ি আরোপ, স্থানীয় লকডাউন আর করোনা শিষ্টাচার মানার ওপর গুরুত্বারোপ করেও; ঠেকানো যাচ্ছে না মহামারির প্রকোপ। বিশেষজ্ঞরা বলছেন, কোভিড নাইনটিনের দ্বিতীয় ঢেউয়ে আরও বেশি প্রাণহানি দেখবে বিশ্ব।
ফ্রান্স সরকারের মুখপাত্র গ্যাব্রিয়েল আত্তাল বলেন, ফরাসি হাসপাতালগুলোর বেহাল দশা; নতুন কাউকে ভর্তির জায়গা নেই। আইসিইউগুলো করোনা রোগীতে ঠাসা। এ পরিস্থিতিতে, শারীরিক অবস্থা বিবেচনায় অগ্রাধিকার দেয়া হচ্ছে। কিন্তু সবাই জানি- করোনা আক্রান্তদের যেকোন মুহুর্তে মৃত্যু হতে পারে। ইউরোপের মধ্যে, গেলো ক’দিনে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে ফ্রান্স।
গেলো এক সপ্তাহে, বিশ্বের ২১ লাখের বেশি মানুষের শরীরে মিলেছে কোভিড নাইনটিন। গড়ে প্রতিদিন শনাক্ত হচ্ছে চার লাখের মতো নতুন সংক্রমণ। এ পরিস্থিতিতে, কড়াকড়ি আরোপ-স্থানীয় লকডাউন আর শিষ্টাচারের ওপর গুরুত্ব দিয়েও ঠেকানো যাচ্ছে না প্রকোপ।
ইতালির প্রধানমন্ত্রী জ্যুসেপ্পে কোন্তে বলেন, নাগালের বাইরে চলে যাচ্ছে মহামারি। পরিস্থিতি মোকাবেলায় কমাতে হবে সামাজিক সর্ম্পকরক্ষা, উৎসব ও পারিবারিক আয়োজন উদযাপন। গণ-পরিবহনেও মানতে হবে শিষ্টাচার। কঠোর করোনা নীতিমালা মেনে চললেই, কেবল প্রাণঘাতী শীত মৌসুম এড়ানো সম্ভব। অন্যথায়, দেশজুড়ে দিতে হবে লকডাউন।
ব্রিটিশ গবেষকরা বলছেন, প্রথমবারের তুলনায় মহামারির ‘সেকেন্ড ওয়েভে’ কয়েকগুণ বেশি প্রাণহানি দেখবে যুক্তরাজ্য। দেশটিতে, করোনাভাইরাসে এখন পর্যন্ত মারা গেছে ৪৫ হাজারের বেশি।
Leave a reply