স্থল, পানি এবং আকাশ পথের পর এবার বরফের তলদেশে সামরিক মহড়া চালালো রাশিয়া। উত্তর মহাসাগরে প্রায় ৫ ফুট পুরু বরফের নীচে চালানো এই মহড়ায় অংশ নেয় ৩টি সাবমেরিন। যেগুলো পারমাণবিক ব্যালেস্টিক মিসাইল ছুঁড়তে সক্ষম।
রুশ প্রেসিডেন্ট বলছেন, রাশিয়ার ইতিহাসে এই ধরনের মহড়া এটিই প্রথম।
গভীর সমুদ্র নয়, বরফের আস্তরণ ভেদ করে উঠছে সাবমেরিন। নিজেদের সামরিক সক্ষমতার জানান দিতে, বিশ্বের সবচেয়ে ছোট উত্তর মহাসাগরে এই অভিযান চালালো রাশিয়া।
পারমাণবিক ব্যালেস্টিক মিসাইল ছুড়তে সক্ষম বিশাল আকারের এমন তিনটি সাবমেরিন দিয়ে চলে উত্তর মেরুর বরফের রাজ্য শাসনের অভিযান।
বরফের তলদেশেই নয়, আকাশ পথ নিরাপদ রাখতে অত্যাধুনিক যুদ্ধবিমান মিগ-৩১ দিয়ে চালানো হয় মহড়া। চলে, স্থল অভিযানও।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, উত্তর মহাসাগরে এই ধরণের সামরিক অভিযান রাশিয়ার ইতিহাসে কোন প্রেসিডেন্ট চালাননি। এই প্রথম চালানো হলো এমন মহড়া। সামরিক নিরাপত্তা ও বিস্তর গবেষণার জন্য এই ধরণের কার্যক্রম অব্যাহত রাখতে নির্দেশ দিয়েছি।
রুশ প্রেসিডেন্ট আরও বলেছেন, সামরিক নিরাপত্তা জোরদার করতে চলমান থাকবে এটি।
রাশিয়া ছাড়াও অঞ্চলটির কিছু অংশ নিজেদের দাবি করে আসছে যুক্তরাষ্ট্র, কানাডা, ডেনমার্ক ও নরওয়ে। উত্তরমেরুর বরফ গলে নতুন চ্যানেল তৈরি হওয়ায় এসব দেশের তৎপরতা বাড়ছে।
Leave a reply