আফগানিস্তান পুনর্গঠনে বিদেশি সহায়তা চায় তালেবান

|

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান পুনর্গঠনে বিদেশি সহায়তা চেয়েছে তালেবান। দশকের পর দশক ধরে চলা সংঘাতে ধ্বংস্তুপে পরিণত হওয়া দেশটিকে টেনে তুলতে বিদেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি।

এখনও সরকার গঠন করতে না পারলেও গোটা আফগানিস্তানের উন্নয়ন পরিকল্পনা নতুন করে সাজাতে শুরু করেছে তালেবান। একই সাথে সন্ত্রাসবাদ নির্মূলে কাজ করার কথাও বলছে তারা। প্রাথমিকভাবে শিক্ষা, খাদ্য, বাণিজ্য এবং চিকিৎসা খাতকে গুরুত্ব দিতে চায় তারা। এরই মধ্যে দেশটিতে মানবিক সহায়তা পাঠানো শুরু করেছে বিভিন্ন দেশ।

সংগঠনটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, টানা যুদ্ধে বিধ্বস্ত অবস্থায় আছে আফগানিস্তান। অবকাঠামোগত উন্নয়নের জন্য আমাদের বিদেশি বিনিয়োগ প্রয়োজন। প্রতিবেশী হিসেবে চীনের সাথে আমাদের ভালো একটি সম্পর্ক গড়ে উঠেছে। তাদের কাছ থেকে সব ধরনের সহায়তা পাবো বলে আশা করছি। চীন ছাড়াও বিশ্বের বাকি দেশগুলোর সাথে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলতে চাই।

এদিকে, আফগানিস্তানের এই অর্থনৈতিক দুরবস্থার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে ইরান। দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি বলেন, বিগত ২০ বছরে আফগানদের মানবাধিকার লঙ্ঘন আর সংঘাত ছাড়া কিছুই দিতে পারেনি যুক্তরাষ্ট্র। শুধু কাবুলেই নয় বিশ্বের কোথাও তারা নিরাপত্তা এবং শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। আমরা আঞ্চলিক শান্তি নিশ্চিত এবং আফগানিস্তানের উন্নয়নে কাজ করে যাবো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply