শান্তিতে নোবেল জয়ী মুরাতভ তার প্রতিক্রিয়ায় বলেছেন, ২০০০ সাল থেকে অনুসন্ধানী প্রতিবেদন করতে গিয়ে নোভায়া গাজেটার সাংবাদিক ও কন্ট্রিবিউটরদের মধ্যে যারা খুন হয়েছেন তারাই এ নোবেল পাওয়ার যোগ্য।
রাশিয়ার বার্তা সংস্থা তাসকে দেয়া এক সাক্ষাৎকারে শান্তিতে এবারের নোবেল বিজয়ী মুরাতভ বলেন, এই কৃতিত্ব আমার নয়। এই কৃতিত্ব নোভায়া গাজেটার। যারা জনগণের অধিকার ও বাকস্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন। তারা আমাদের সাথে বেশিদিন থাকতে পারেননি। তারা (নোবেল কমিটি) হয়তো সিদ্ধান্ত নিয়েছেন, যাতে তার কথাগুলো সবার কাছে আমি বলি।
রাশিয়ায় যেসব সাংবাদিক দায়িত্ব করতে গিয়ে খুন হয়েছেন সেই সাংবাদিকদের তালিকা করছেন মুরাতভ। দিমিত্রি আন্দ্রেইভিচ মুরাতভ নোভাজা গাজেটা নামক সংবাদপত্র প্রতিষ্ঠাতা করেন রাশিয়ায়। নোবেল কমিটির মতে, আজ এই সংবাপত্রটি সেই দেশের সবচেয়ে স্বাধীন সংবাদপত্র।
কমিটি বলেছে যে মুরাতভ কয়েক দশক ধরে রাশিয়ায় ‘ক্রমবর্ধমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে’ বাক স্বাধীনতা রক্ষা করে চলেছেন।
Leave a reply