৪ বছরে বাংলাদেশের ক্যাচ মিসের খতিয়ান

|

শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপ নয় গেল ৪ বছরে ৬৬০টি সুযোগের ১২৪টি হাত ছাড়া করেছে বাংলাদেশ। আর এর ফলে কমেছে ম্যাচ জয়ের হার। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ ম্যাচে ১০ ক্যাচ মিসে ফুটে উঠেছে মুশফিক-রিয়াদদের হতশ্রী পারফরম্যান্স। সুপার টুয়েলভের ৩ ম্যাচে হারের পেছনে সবচেয়ে বড় কারণ এই ক্যাচ মিস।

চলতি বিশ্বকাপে প্রথম ৬ ম্যাচে ১০টি ক্যাচের সুযোগ হাতছাড়া করে মুশফিক-রিয়াদ-লিটনরা। এখনও পর্যন্ত ২ ক্যাচ মিসের এই তালিকার সবার ওপরে লিটন দাস ও শেখ মেহেদী। হাত ফসকেছে সাকিব-আফিফ-মুশফিক-রিয়াদ-তাসকিন-মোস্তাফিজের। যে মিসের খেসারত পুরো আসরে বয়ে বেড়াচ্ছে বাংলাদেশ।

শুধু বিশ্বকাপে নয় ক্যাচ মিসের মহড়া চলে আসছে আগে থেকেই। গেল ৪ বছরের পরিসংখ্যান বলছে ১০২ ম্যাচে বাংলাদেশকে ৬৬০টি ক্যাচের সুযোগ তৈরি হয়। তবে এর মধ্যে ৫২৬টি ক্যাচ নিয়েছে সাকিব-মুশফিকরা। সুযোগ হাতছাড়া হয়েছে ১৩৪টি ক্যাচে। ক্যাচ নেওয়ার রেশিও ৩ দশমিক ৯। ক্যাচ মিসের শতকরা হার ২০ দশমিক ৩। এর মধ্যে ২০২১ সালে ৩৩ ম্যাচ খেলে ২২৯টি সুযোগ পায় বাংলাদেশ। তবে ১৮২ ক্যাচের বিপরীতে ৪৭টি সুযোগ হাতছাড়া করে।

৩ ফরম্যাটের ক্রিকেটে এই মৌসুমে সবচেয়ে বেশি ৫৫ ক্যাচের সুযোগ হাত ছাড়া করা শ্রীলঙ্কার পরই ৪৭ ক্যাচ মিসে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। ক্যাচ নেওয়া ও ছাড়ার রেশিওতে শ্রীলঙ্কা ও ভারতের ওপরে অবস্থান বাংলাদেশের।

লম্বা এই সময়ে দলের সাথে কাজ করেছেন ফিল্ডিং কোচ রায়ান কুক। তবে সুযোগ হাতছাড়া করার অভ্যেসটা বদলাতে পরেননি তিনি। এতে করে হাতছাড়া হয়েছে বহু ম্যাচ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply