অবশেষে লাশ হিসেবে উদ্ধার করা হলো ময়লা পরিষ্কার করতে গিয়ে ম্যানহোলে পড়ে যাওয়া পরিচ্ছন্নতাকর্মীকে।
গতকাল রাজধানীর মিরপুরে চলন্তিকা মোড়ে ময়লা পরিষ্কার করতে গিয়ে ম্যানহোলে পড়ে নিখোঁজ হন ওই পরিচ্ছন্নতাকর্মী। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। ৩/৪ ঘণ্টা চেষ্টার পর তাঁকে উদ্ধার করতে না পেরে অভিযান স্থগিত করা হয়।
মিরপুর ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার আব্দাল আর আরেফিন জানান, রাত হওয়ায় অভিযান স্থগিত করা হয়। তিনি বলেন, ম্যানহোলের ২০ ফুট পর্যন্ত পৌঁছা সম্ভব হয়েছে। সরু হওয়ায় আর যাওয়া যাচ্ছেনা।
আজ বুধবার সকাল ১০টা থেকে ফায়ার সার্ভিস দ্বিতীয় দফায় উদ্ধার তৎপরতা শুরু করে। দুপুর ৩টার দিকে অবশেষে উদ্ধার হয় হতভাগ্যের মরদেহ
/কিউএস
Leave a reply