রাশিয়ার অর্থনীতিকে অচল করতে আসছে ব্যাপক নিষেধাজ্ঞা

|

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। ছবি: সংগৃহীত।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ইউক্রেনে স্থল, সমুদ্র এবং আকাশপথে আগ্রাসন চালানোয় রাশিয়ার অর্থনীতিকে অচল করে দেয় এমন এক ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে শুরু হওয়া ইউক্রেনে রুশ হামলার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বরিস জনসন বলেন, রাশিয়া বিনা উসকানিতে এবং কোনো ধরনের যৌক্তিক কারণ ছাড়াই একটি বন্ধু রাষ্ট্রকে আক্রমণ করেছে। রাশিয়াকে কোনোভাবেই সফল হতে দেয়া যাবে না। বরিস জনসন বলেন, কূটনৈতিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং প্রয়োজন হলে সামরিকভাবে, ভ্লাদিমির পুতিনের এই জঘন্য ও বর্বর অভিযান অবশ্যই শেষ করতে হবে।

আরও পড়ুন: যুদ্ধের ময়দানে ইউক্রেনের পাশে দাঁড়াবে না ব্রিটেন: বরিস জনসন

বরিস জনসন বলেন, এক দশকেরও বেশি সময় ধরে ইউক্রেন ছিল একটি স্বাধীন দেশ, যারা নিজেদের ভাগ্য নিজেরাই নির্ধারণ করতে পারতো। আমরা এবং পুরো বিশ্ব কোনোভাবেই তাদের এই স্বাধীনতাকে ছিনিয়ে নেয়াকে অনুমোদন দিতে পারি না। আমরা কেবল দূর থেকে তাকিয়ে থেকেই দায় সারবো না। এই বেপরোয়া আগ্রাসন শুধুমাত্র ইউক্রেনের উপরই আক্রমণ নয়, এটি পূর্ব ইউরোপ এবং সারা বিশ্বের গণতন্ত্র ও স্বাধীনতার উপর আক্রমণ।

আরও পড়ুন: ইউক্রেনের ৪০ ও রাশিয়ার ৫০ সেনা নিহত


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply