আখাউড়া প্রতিনিধি:
বাংলাদেশ-ভারত দু’দেশের ত্রিপুরা রাজ্যের সীমান্তবর্তী খোয়াই, হবিগঞ্জ ও মৌলভীবাজার সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলারগুলো পুনর্নির্মাণ ও মেরামতের লক্ষ্যে ভূমি জরিপ পরিচালক পর্যায়ে ৪ দিনব্যাপী যৌথভাবে কাজ শুরু হয়েছে।
সোমবার দুপুরে বাংলাদেশের ৬ সদস্যের প্রতিনিধি দল আখাউড়া-আগরতলা ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে ভারতের ত্রিপুরায় পৌঁছান। বাংলাদেশের পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের উপ-পরিচালক মুহম্মদ মনিরুজ্জামান। মাঠপর্যায়ে সীমানা পিলার পুনর্নির্মাণ ও মেরামতের লক্ষ্যে বাংলাদেশের প্রতিনিধিদলটি রাজ্যের আমবাসায় ভারতীয় দলের সঙ্গে যৌথ বৈঠকে মিলিত হবেন।
আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের উপ-পরিচালক মুহম্মদ মনিরুজ্জামান যমুনা নিউজকে জানান, ভারত-বাংলাদেশের ত্রিপুরা রাজ্যের সীমান্তবর্তী হবিগঞ্জ ও খোয়াই সেক্টরের সীমান্তের মেইন পিলার ১৯৭৭ নং এবং পার্শ্ববর্তী অন্যান্য পিলারসমূহ যৌথ প্রতিনিধি দল মঙ্গলবার সরেজমিনে তা পরিদর্শন করবেন। পরদিন বুধবার দুপুরে বাংলাদেশ-ভারত দু’দেশের যৌথ প্রতিনিধি দলটি আখাউড়া-আগরতলা ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত পথে বাংলাদেশের মৌলভীবাজার আসবেন। বৃহস্পতিবার বাংলাদেশ ও ত্রিপুরা রাজ্যের সীমান্তবর্তী মৌলভীবাজার এবং খোয়াই সেক্টরের সীমান্তের মেইন পিলার ১৯৩৬ নং এবং পার্শ্ববর্তী অন্যান্য পিলারসমূহ যৌথভাবে পরিদর্শন করবেন। এর পরদিন শুক্রবার যৌথ প্রতিনিধিদল মৌলভীবাজার সার্কিট হাউসে বৈঠকে মিলিত হয়ে যৌথ পরিদর্শন ও সীমান্ত পিলার পুনর্নির্মাণের কার্যবিবরণী প্রস্তুত এবং স্বাক্ষর সম্পাদন করবেন।
উল্লেখ, ত্রিপুরা রাজ্যের উজানের ঢলের তোড়ে খোয়াই নদীর বন্যায় দুই দেশের খোয়াই, হবিগঞ্জ ও মৌলভীবাজার সীমান্তে আন্তর্জাতিক সীমানা পিলার বারবার ক্ষতিগ্রস্ত হয়ে আসছে। ফলে খোয়াই নদীর উভয় দেশের বসবাসকৃত পরিবারগুলো জমিতে ফসল আবাদসহ স্বাভাবিক চলাচলে সীমান্তে বিড়ম্বনার শিকার হয়ে আসছে। পাশাপাশি উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ সদস্যরাও বিপাকে পড়েন। এ থেকে পরিত্রাণ পেতে উভয় দেশের পক্ষে যৌথ প্রতিনিধি দল সীমান্তে সীমানা ঠিক করে সেখানে মজবুতভাবে আন্তর্জাতিক সীমান্ত পিলার পুনর্নির্মাণ ও মেরামত করা হবে।
ইউএইচ/
Leave a reply