চীনের বিরুদ্ধে চাঁদ দখলের চেষ্টার অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটির প্রধান বিল নেলসনের অভিযোগ, সামরিক কর্মকাণ্ডের মাধ্যমে চাঁদের দখল নিতে চেষ্টা চালাচ্ছে চীন। তবে নাসা প্রধানের এ দাবি সম্পূর্ণ অস্বীকার করে তীব্র সমালোচনা করেছে বেইজিং। খবর আলজাজিরার।
এর আগে গত শনিবার (২ জুলাই) জার্মানি ভিত্তিক সংবাদপত্র ‘বিল্ড ইন’ এ নাসা প্রধান বিল নেলসনের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। সেখানে তিনি বলেন, আমাদের চীন সম্পর্কে সতর্ক হতে হবে। কারণ তারা চাঁদে অবতরণ করে বলতে পারে, এখন এটা আমার, আর তোমরা এখান থেকে চলে যাও। তার দাবি, গত কয়েক দশকে চাঁদে চীন যেসব অভিযান চালিয়েছে তা ছিল তাদের সামরিক কার্যক্রমের অংশ। আর এসব অভিযানে যেসব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, সেগুলো অন্যদের থেকে চুরি করেছে বেইজিং।
এদিকে, নাসা প্রধানের এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে চীন। সোমবার (৪ জুলাই) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, নাসা প্রধানের ‘দায়ীত্বজ্ঞানহীন বক্তব্যের’ তীব্র বিরোধীতা করছে বেইজিং।
উল্লেখ্য, সম্প্রতি চীনের নিজস্ব মহাকাশ স্টেশন তিয়ানগংয়ের কাজ সমাপ্ত করতে নতুন মহাকাশ মিশন পাঠিয়েছে বেইজিং। এ যাত্রায় চীনের নিজস্ব মহাকাশ স্টেশনের সর্বশেষ মডিউল পাঠানো হয়েছে। তিন নভোচারীসহ রোববার (৩ জুলাই) চীনা মহাকাশযান শেনঝু–১৪ মডিউল নিয়ে তিয়ানগংয়ের উদ্দেশে রওনা করেছে।
এসজেড/
Leave a reply