মূল্য কমিয়ে পোশাক রফতানির আদেশ না নেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান। বলেন, কারখানা টিকিয়ে রাখতে দাম কমালে এ শিল্পের অস্তিত্ব থাকবে না। গ্যাস-বিদ্যুতের সংকট সমাধানে সরকারের সাথে আলোচনা হচ্ছে। এলসি খুলতে পোশাক শিল্প মালিকরা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে না।
শনিবার (১২ নভেম্বর) মেড ইন বাংলাদেশ উইক উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মূলত, আসন্ন বৈশ্বিক মন্দা পরিস্থিতির কারণে পশ্চিমা দেশগুলোতে কমেছে পোশাকের চাহিদা। যার প্রভাব পড়েছে বাংলাদেশের পোশাক শিল্পেও। কমেছে রফতানি আদেশ। কারখানার উৎপাদন সক্ষমতা টিকিয়ে রাখতে অনেক উদ্যোক্তাই দাম কমিয়ে রফতানি আদেশ নিচ্ছেন।
ফারুক হাসান বলেন, সংকটের কারণে উৎপাদন ব্যয় কয়েকগুণ বেড়েছে। এ অবস্থায় পোশাকের দাম কমানো হলে এ শিল্পের অস্তিত্বই থাকবে না। বৈশ্বিক সংকট মোকাবেলা করেই এগিয়ে চলছে পোশাক শিল্প। জ্বালানি সংকটের বিষয়টি তুলে ধরে ক্রেতাদের আতঙ্কিত করতে চায় না বিজিএমইএ।
মূল্যস্ফীতির কারণে শ্রমিকের মজুরি বৃদ্ধির বিষয়টিও সংবাদ সম্মেলনে সামনে আসে। বেতন বাড়ানোর ক্ষেত্রে উদ্যোক্তাদের সক্ষমতার বিষয়টি বিবেচনায় নেয়া হবে বলে জানান বিজিএমইএ সভাপতি।
আগামীকাল রোববার মেইড ইন বাংলাদেশ উইকের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমবারের মতো আয়োজিত সপ্তাহব্যাপী এ প্রদর্শনীতে বাংলাদেশকে ব্রান্ডিং করার পাশাপাশি ক্রেতাদের সামনে পোশাক শিল্পের সক্ষমতা, নতুনত্ব ও পণ্যের বৈচিত্র তুলে ধরা হবে।
/এমএন
Leave a reply