‘প্রস্তাবিত আইনে সাধারণ মানুষের অধিকার প্রাধান্য পায়নি’

|

প্রস্তাবিত সড়ক পরিবহন আইনে পথচারী ও সাধারণ মানুষের অধিকার প্রাধান্য পায়নি। বাংলাদেশ ইন্সটিটিউট অব প্ল্যানার্সের সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন নগর পরিকল্পনাবিদরা।

বুধবার সংগঠনের বাংলামোটর অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিরাপদ সড়ক আইনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন পরিকল্পনাবিদ ডক্টর আদিল মোহাম্মদ খান। এসময় বক্তারা বলেন, মন্ত্রিসভায় পাস হওয়া সড়ক পরিবহন আইন নিরাপদ সড়কের জন্য পর্যাপ্ত নয়। দুর্ঘটনা কমাতে সর্বোচ্চ শাস্তির মেয়াদ ১০ বছর করার প্রস্তাব দেয়া হয়। একইসাথে প্রস্তাবিত আইনটি পুনর্মূল্যায়নের দাবি জানানো হয়।

যমুনা অনলাইন: এটি


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply