পানির সন্ধানে ৪৭ বছর পর রাশিয়ার চন্দ্রাভিযান

|

আলজাজিরা থেকে সংগৃহীত ছবি।

দীর্ঘ ৪৭ বছর পর, চাঁদে অবতরণের জন্য নভোযান উৎক্ষেপণ করলো রাশিয়া। শুক্রবার ভোরে উৎক্ষিপ্ত হয় রাশিয়ার ‘লুনা-টোয়েন্টি ফাইভ’ নামের নভোযান। যেটি বহন করছে সয়ুজ সিরিজের একটি রকেট। খবর আলজাজিরার।

শুক্রবার (১১ আগস্ট) সকালে দেয়া আনুষ্ঠানিক এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করে রুশ মহাকাশ গবেষণা সংস্থা- রসকসমস। এমন সময় রাশিয়া অভিযান শুরু করলো, যখন ভারতের চন্দ্রযান-থ্রি পৃথিবীর একমাত্র উপগ্রহের কাছাকাছি পৌঁছেছে। এর আগে, রাশিয়া সর্বপ্রথম ও সবশেষ চন্দ্রাভিযান পরিচালনা করেছিলো ১৯৭৬ সালে।

রসকসমস জানিয়েছে, একটি ল্যান্ডারসহ ভস্তোশনি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করেছে ‘লুনা-টোয়েন্টি ফাইভ’। চার পা বিশিষ্ট ল্যান্ডারটির ওজন ৮০০ কেজির মতো। সবকিছু ঠিকঠাক থাকলে, আগামী ২৩ আগস্ট চন্দ্রপৃষ্ঠের দক্ষিণ মেরুতে অবতরণ করবে লুনা-টোয়েন্টি ফাইভ। চাঁদে পানির অস্তিত্ব আছে কিনা- মূলত সেটিই জানার চেষ্টা করবে এ নভোযান।

এছাড়া, চাঁদের মাটির নমুনা পরীক্ষা ও দীর্ঘমেয়াদী গবেষণা পরিচালনায়ও সহায়তা করবে লুনা-টোয়েন্টি ফাইভ।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply