কুমির উদ্ধারে চলছে চীনের অভিযান, নিখোঁজ এখনও ৫

|

চীনে চলছে কুমির উদ্ধার কার্যক্রম। ছবি: এপি

কুমির উদ্ধারে চীনে চলছে রূদ্ধশ্বাস অভিযান। পাঁচদিনের চেষ্টার পর মিললো ৬৬টি সরীসৃপ। বন্যায় খামার থেকে ভেসে যাওয়া আরও পাঁচটি কুমির এখনো নিখোঁজ। সেগুলোর সন্ধানে অব্যাহত রয়েছে তল্লাশি। খবর রয়টার্সের।

ঘটনার সূত্রপাত গত সপ্তাহে। টাইফুন হাইকুইর তাণ্ডবে প্লাবিত হয় কুমির প্রতিপালনের খামার। একটি দুটি নয়, খামার থেকে ভেসে যায় ৭১টি সরীসৃপ। সামাজিক যোগাযোগমাধ্যমেও শোরগোল ফেলে ঘটনাটি।

শুরু হয় বিশাল পরিসরে উদ্ধার তৎপরতা। কুমিরের সন্ধানে মাঠে নামে প্রশাসনের জরুরি বিভাগ। ৩৩টি দলে ভাগ হয়ে খুঁজতে থাকে প্রাণীগুলোকে। আশপাশের পাঁচ কিলোমিটার এলাকায় নজরদারির জন্য বসানো হয় ৫১টি চেকপয়েন্ট।

বৈরি আবহাওয়ায় শুরুর দিকে অসুবিধায় পড়েন উদ্ধারকারীরা। প্রবল বৃষ্টিপাতে অঞ্চলটি প্লাবিত হওয়ায় কুমিরগুলো খুঁজতে বেগ পেতে হয় তাদের। এক পর্যায়ে অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে ইঞ্জিনচালিত নৌকায় নামেন অভিযানে।

পাঁচ দিনব্যাপী রুদ্ধশ্বাস অভিযানে আসে সাফল্য। অবশ্য সবগুলো সরীসৃপ উদ্ধার না হওয়ায় জারি রয়েছে অভিযান।

প্রসঙ্গত, চীনের গুয়াংডং প্রদেশের মাওমিং অঞ্চল কুমির প্রজননের জন্য বিখ্যাত। মূলত মাংস, চামড়া ও ওষুধ তৈরিতে চাহিদা থাকায় খামারে চাষ করা হয় প্রাণীটি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply