বাংলাদেশের অর্থনীতি সঠিক পথে আছে: অর্থমন্ত্রী

|

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। সর্বজনীন পেনশন স্কিমের অর্থ ট্রেজারি বন্ডে বিনিয়োগ অনুষ্ঠানে, এ কথা বলেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আইএমএফ এর উদ্ধৃতি টেনে, তিনি জানান, বাংলাদেশের অর্থনীতি সঠিক পথে আছে।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ২০ থেকে ২২ বিলিয়ন ডলার। ব্যাংকের সুদ হার নয়-ছয়’ এর সমালোচনার জবাবে মন্ত্রী বলেন, এ ধরনের সুদ হার না থাকলে, অনেক শিল্প হারিয়ে যেতো। সুদের এই হারের কারণেই এসব শিল্প টিকিয়ে রাখা গেছে। তাই নয়-ছয় সুদের হারের কারণে মূল্যস্ফীতি বাড়ছে এটি ভাবা ঠিক নয়।
সর্বজনীন পেনশন স্কিমে বিনিয়োগ সুরক্ষিত থাকবে। এই স্কিমে যুক্ত হওয়ার জন্যে আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, আমাদের মূল্যস্ফীতি কমাতে হবে, সেটা নিয়ে সরকার কাজ করছে। শ্রীলঙ্কার পর্যটন অর্থনীতি শক্তিশালী করতে কাজ করছে। অনেক বিদেশিরা সেখানে যাচ্ছে। সেই সুযোগ আপাতত বাংলাদেশে নেই। আইএমএফও বলছে বাংলাদেশের অর্থনীতি সঠিক পথে আছে। অর্থনীতিতে ভালো দিন খুব বেশিদিন থাকেনি। একের পর এক যুদ্ধ লাগছে, সেসব মাথায় রেখে বিশ্বের সাথে তাল রেখে সরকারকে কাজ করছে হচ্ছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ২০ থেকে ২২ বিলিয়ন ডলার।

তিনি আরও বলেন, ব্যাংকে সুদের হার নয়-ছয় না থাকলে, অনেক ছোট ও বড় শিল্প হারিয়ে যেতো। সুদের এই হারের কারণেই সেগুলোকে টিকিয়ে রাখা গেছে। তাই নয়-ছয় সুদের হারের কারণে মূল্যস্ফীতি বাড়ছে এটি ভাবা ভুল।

এ বিষয়ে অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার বলেন, জাতীয় পেনশন স্কিমের চাঁদা হিসেবে প্রায় ১২ কোটি টাকা জমা হয়েছে। এর একটি বড় অংশ ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা হয়েছে এখানে বিনিয়োগ যে সুরক্ষিত জনগণকে সেটা জানাতেই এই উদ্যোগ।

এএস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply