ইউক্রেনের বৃহত্তম বিদ্যুৎকেন্দ্রে হামলা রাশিয়ার, ১০ লাখ মানুষ বিদ্যুৎহীন

|

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ৭৫৭তম দিনে এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ আক্রমণ চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের বৃহত্তম বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্রে আঘাত হেনেছে রাশিয়ান ক্ষেপণাস্ত্র। শুক্রবার (২২ মার্চ) এক প্রতিবেদনে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।

কিয়েভ জানিয়েছে, পাওয়ার প্লান্টে কমপক্ষে ৮৮টি ক্ষেপণাস্ত্র ও ৬৩টি ইরানের তৈরি শাহেদ ড্রোন নিক্ষেপ করেছে মস্কো। এগুলোর মধ্যে ৩৩ থেকে ৫৫টি সফলভাবে নিষ্ক্রিয় করা হয়। তবে, বাকিগুলো দেশটির বৃহত্তম বাঁধে আঘাত হানে। এ হামলার পর এক মিলিয়নেরও বেশি ইউক্রেনীয় বিদ্যুৎহীন হয়ে পড়েছে। সেই সাথে, বেশ কয়েকটি অঞ্চলে ব্ল্যাকআউট সৃষ্টি হয়। ভয়াবহ এই হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়।

দেশটির জ্বালানি মন্ত্রী জার্মান গালুশচেঙ্কো বলেছেন, “এখন পর্যন্ত ইউক্রেনের জ্বালানি শিল্পে সবচেয়ে বড় আকারের আক্রমণ চালিয়েছে শত্রুপক্ষ। তাদের লক্ষ্য ছিল কেবল ক্ষতি করা নয়, বরং দেশের জ্বালানি ব্যবস্থার অপারেশনে বড় আকারের ধস নামানোর জন্য চালানো হয়েছে এই হামলা।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply