চতুর্থ দিনের খেলা তখন শেষেরও ঘণ্টা দেড়েক বাকি। ভারতের মনে ভর করেছে তখন ফলো অনের শঙ্কা। কিন্তু শেষ পর্যন্ত আকাশ দীপ আর জসপ্রিত বুমরাহর ব্যাটে ভর করে কাটলো সেই শঙ্কার মেঘ। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের বল গালির উপর দিয়ে যখন পাঠালেন আকাশ দীপ, তখন ড্রেসিং রুমের যে উচ্ছ্বাস দেখা গেল ক্যামেরায়, সেটি দেখে যে কেউ হয়তো ‘ভারত ম্যাচ জিতে গেছে’ ভাবলেও ভাবতে পারেন। কিন্তু ভাগ্য খারাপের দিনে ফলো অন এড়ানোটাকেই যেন ভারতের মনে হয়েছে বিরাট সাফল্য!
ব্রিসবেন ক্রিকেট স্টেডিয়াম গ্যাবা নামেই বেশি পরিচিত। আকাশ দীপ যখন কামিন্সের বলে বাউন্ডারি হাঁকালেন, গ্যাবার গ্যালারিজুড়ে ভারতীয় সমর্থকেরা তখন উল্লাসে মাতোয়ারা। ড্রেসিংরুমে প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে হাই ফাইভ করলেন বিরাট কোহলি।
বৃষ্টিতে বারবার স্লথ হয়ে যাওয়া ম্যাচে টানা দ্বিতীয়বার ব্যাট করতে হবে না, এই ভেবেই তখন ভারতের ড্রেসিংরুমে স্বস্তির সুবাতাস। ফলো অন এড়ানোতে ম্যাচ ড্র করার সম্ভাবনাও তাতে বেড়ে গেছে অনেকটাই। ভারতীয়রা জয়োৎসব করেছে এ কারণেই।
ব্রিসবেনে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪৪৫ রান করে অস্ট্রেলিয়া। তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামা ভারত ৫১ রানে ৪ উইকেট হারিয়ে দিনটা শেষ করে। ফলো অন এড়াতে তখনও করতে হতো ২৪৬ রান।
আজ ২১৩ রানে ভারতের নবম উইকেট পতনের পর মনে হচ্ছিল, ফলো অন বুঝি করতেই হচ্ছে রোহিতদের। কিন্তু দশম উইকেটে যশপ্রীত বুমরা ও আকাশ দীপ ৩৯ রান যোগ করে ফলো অন এড়ানোর কাজটা করে ফেলায় এ যাত্রায় রক্ষা পায় ভারত। চতুর্থ দিনটা ভারত শেষ করেছে ৯ উইকেটে ২৫২ রান তুলে। বুমরা ১০ ও আকাশ ২৭ রানে অপরাজিত আছেন।
গ্যাবায় সিরিজের তৃতীয় টেস্টে ভারতের ওপর ছড়ি ঘোরালেও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। কারণ, অজিদের প্রতিনিয়ত যুদ্ধ করতে হচ্ছে আবহাওয়ার সঙ্গে। আজ চতুর্থ দিনসহ এই টেস্টে বৃষ্টিতে চারবার খেলা বন্ধ হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামীকাল বুধবারও (১৮ ডিসেম্বর) ব্রিসবেনে বারবার বৃষ্টি হতে পারে।
একইসঙ্গে, অজি তারকা পেসার জশ হ্যাজলউডের পায়ের মাংসপেশির চোট ভারতকে খানিকটা সুবিধা দিতে পারে। চোটের পর তার স্ক্যান করা হয়েছে। দিনের খেলা শুরুর আগে ওয়ার্ম আপের সময় ব্যথা পেয়েছেন বলে খেলা শুরুর দীর্ঘক্ষণ পর মাঠে এসেছেন। আজ হ্যাজলউড বোলিং করার সুযোগ পেয়েছেন মাত্র এক ওভার।
মঙ্গলবার বৃষ্টি এসে কয়েক দফায় হানা দেয় ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে। ফলে আজ খেলা হয়েছে ৫৮ ওভারের মতো। প্রকৃতির যা খামখেয়ালি চলছে, বুধবার পঞ্চম দিনেও কত ওভার খেলা গড়ায়, কে জানে? প্রকৃতির এমন আচরণ অজিদের জন্য বিরূপ হলেও ভারতের জন্য আশির্বাদ হয়ে এসেছে। তাতে ড্রয়ের স্বপ্ন দেখতে পারছে বুমরাহ-সিরাজরা। আগামীকাল কোনো মির্যাকল না ঘটলে বলাই যায়– এই টেস্টে ভারত বেঁচে (ড্র) যেতে পারে এবং সেজন্য বৃষ্টিকে একটা ধন্যবাদ তারা দিতেই পারে!
/এএম
Leave a reply