অবশেষে আসন্নন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অচলাবস্থার অবসান হয়েছে। ভারত ক্রিকেট দল পাকিস্তানে খেলতে যাবে না, পাকিস্তানও তাদের ক্রিকেট দলকে ভারতে পাঠাবে না। ২০২৪–২৭ চক্রের সব আইসিসি টুর্নামেন্টের ক্ষেত্রে এই ব্যবস্থা কার্যকর থাকবে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে এমনটা জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
হাইব্রিড মডেলেই হবে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস ট্রফি। ভারত তাদের ম্যাচগুলো খেলবে নিরপেক্ষ ভেন্যুতে। ভারতে অনুষ্ঠিত আগামী আইসিসি ইভেন্টগুলোতে পাকিস্তানের সঙ্গে ভারতের ম্যাচগুলোও নিরপেক্ষ ভেন্যুতেই খেলা হবে।
জানা যায়, ২০২৪-২০২৭ সালের চক্রে পাকিস্তানে অনুষ্ঠিত ভারতের সব ম্যাচই নিরপেক্ষ ভেন্যুতে খেলা হবে। আর এর বিনিময়ে ভারতে অনুষ্ঠিত ইভেন্টগুলোতে পাকিস্তানের সব ম্যাচও নিরপেক্ষ ভেন্যুতে খেলা হবে। এই চুক্তিটি ২০২৫ পুরুষ চ্যাম্পিয়ন্স ট্রফি (পাকিস্তান), ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ (ভারত) এবং ২০২৬ পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ (ভারত ও শ্রীলঙ্কা) এই তিনটি টুর্নামেন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
এই চুক্তিটি পরবর্তী আসরের চক্রেও বহাল থাকতে পারে। ২০২৮ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে, যা আয়োজনের সত্ত্ব পাকিস্তানকে দেওয়া হয়েছে। নিরপেক্ষ ভেন্যুটি টুর্নামেন্ট আয়োজক বোর্ড প্রস্তাব করবে এবং আইসিসির অনুমোদন প্রয়োজন হবে।
আইসিসি আরও জানিয়েছে, ভারত, পাকিস্তান এবং আরেকটি এশীয় পূর্ণ সদস্য দেশ (অথবা একটি এসোসিয়েট এশীয় দেশকে যোগ করে চার দলের আসর) নিয়ে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে তারা আপত্তি করছে না, তবে এই ধরনের টুর্নামেন্টগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলা হলেই হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচ পাকিস্তান হোস্ট করতে না পারার ক্ষতিপূরণ হিসেবে এই ধরনের ত্রি-দেশীয় সিরিজের ধারণা উঠে এসেছে।
উল্লেখ্য, ২০০৮ সালের এশিয়া কাপের পর পাকিস্তান সফরে যায়নি ভারত। অপরদিকে পাকিস্তান সবশেষ ভারত সফর করে ২০১২-১৩ মৌসুমে। এশিয়া কাপ ও আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট ছাড়া এই দুই দলের মুখোমুখি হতে দেখা যায় না। আগামী ২০৩১ সালের বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক বাংলাদেশ-ভারত। সেবারও হয়ত পাকিস্তানের ম্যাচগুলো অনুষ্ঠিত হতে পারে বাংলাদেশে।
/এমএইচআর
Leave a reply