২০০৯ সাল থেকে ক্রিকেটে নিজেদের যাত্রা শুরু করে আফগানিস্তান। আধুনিক ক্রিকেটে ১৫ বছর ধরেই উন্নতি করে যাচ্ছে তারা। যার প্রতিফলন দেখা গেছে গত ওয়ানডে বিশ্বকাপে। রূপকথার গল্পের মতো তারা হারিয়েছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো অভিজ্ঞ দলকে। ৭ মাস পরেই প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিল আফগানরা। তার রেশ ধরে এবার টেস্ট ক্রিকেটে নতুন এক রেকর্ড গড়লো যুদ্ধ বিধ্বস্ত দেশটি।
টেস্টে সবচেয়ে কম ম্যাচ খেলে প্রথমবারের মতো এক ইনিংসে ৬০০ রান করা দলের তালিকায় শীর্ষে আফগানিস্তান। মাত্র ১০ টেস্ট খেলেই এই কীর্তি গড়েছে রহমত শাহ-হাশমতউল্লাহ শাহিদীরা। একই সাথে পাকিস্তানের গড়া ৬৬ বছরের পুরোনো রেকর্ডটাও নিজেদের করে নিয়েছে তারা। টেস্টে প্রথমবারের মতো এক ইনিংসে ৬০০ রান করতে পাকিস্তানের লেগেছিল ১৯ ম্যাচ। ১৯৫২ সালে টেস্টে অভিষেক হওয়ার পর পাকিস্তান ৬০০ রানের গণ্ডি পেরোয় ১৯৫৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এতোদিন এটিই কম ম্যাচ খেলে দলীয় ৬০০ রান করার রেকর্ড ছিল।
বাংলাদেশের প্রথম ৬০০ রান আসে ৭৬ ম্যাচে। ২০১৩ সালের স্মরণীয় ওই ইনিংসটি টাইগাররা খেলেছিল শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে। সেবারই দেশের প্রথম ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মুশফিকুর রহিম। এছাড়া মোহাম্মদ আশরাফুলের ১৯০ ও নাসির হোসেনের সেঞ্চুরির সুবাদে ৬৩৮ রানের সংগ্রহ পেয়েছিল লাল-সবুজের দল।
তবে এই তালিকায় নাম লেখাতে সবচেয়ে বেশি ২০৬ ম্যাচ লেগেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম শিরোপা জেতা নিউজিল্যান্ডের। আবার সময়ের হিসেবে প্রথম বারের মতো ৬০০ রান করতে সবচেয়ে বেশি ৭৭ বছর লেগেছিল এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকা। এছাড়া ৬০০ রানের গণ্ডি পেরোতে ভারতের লাগে ১৬৬ ম্যাচ, ইংল্যান্ডের ১৩০ আর অস্ট্রেলিয়ার লেগেছিল ১২০ ম্যাচ।
এই তালিকায় এখন পর্যন্ত নিজেদের নাম লেখাতে পারেনি জিম্বাবুয়ে। তাদের দলীয় সর্বোচ্চ সংগ্রহ ৫৩৮। জিম্বাবুয়ের মতো টেস্ট খেলা আরও একটি দল এখনো পৌঁছায়নি ৬০০ রানের গণ্ডিতে। সেটি টেস্টের নবীনতম দল আয়ারল্যান্ড। আইরিশদের দলীয় সর্বোচ্চ সংগ্রহ ৪৯২ রান।
/এনকে
Leave a reply